আপনার প্রিয় Android ফোনটিকে এবার স্ক্যানার হিসেবে ব্যবহার করুন

আমরা অনেকে জরুরী সময় অনেক কিছু স্ক্যান করতে পারি না, পেলেও দোকান অনেক দূর এবং কি দোকান দারকে ও কিছু টাকার বিনিময়ে স্ক্যান করে নিতে হয়। আর নয় হয়রানির শিকার এবার আপনি আপনার Android ফোন দিয়ে স্ক্যানার এর কাজ করুন খুব সহজ ভাবে, এতে করে অনেক সুন্দর হয় স্ক্যান করা কাগজটি আমি নিজেই ট্রাই করে টিউন টি লিখা, আপনিও একবার চেষ্টা করে দেখুন। আর স্ক্যান করে রাখুন আপনার প্রয়োজনীয় জিনিস গুলো কে।

প্রথমে এখান থেকে আপনার Android এর জন্য My Scans Apps টি ডাউনলোড করে নিন। তারপর চালু করুন।



এবার + বাটনে ক্লক করুন।


এবার Take Photo এ ক্লিক করে আপনার প্রয়োজনীয় স্ক্যান জিনিস টি ক্যাপচার করে নিন।


সুন্দর করে বরাবর ভাবে সাইজ মত করে তুলুন তারপর Use বাটনে ক্লিক করুন,


এবার চারিদিক সমান ভাবে সিলেক্ট করে Done এ ক্লিক করুন।
তাহলে নিচের মত দেখতে পাবেন।


এবার Original বাটনে ক্লিক করুন তারপর Lighten বাড়িয়ে কমিয়ে দিন।
তারপর Share বাটনে ক্লিক করে Gallery তে সেভ করে রাখুন।


আমার টা দ্রুত করতে গিয়ে হয়ত তেমন সুন্দর হয়ে উঠেনিয়, আপনি সঠিক ভাবে করে দেখুন দেখবেন স্ক্যানার এর চেয়ে অনেক সুন্দর স্ক্যান হবে।

ফাইনাল কপি ।
ভাল লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ
টিউন করেছেন : হোছাইন আহম্মদ

About Author

Author

Everyone wants Happiness, No one wants Pain, But you can't make a Rainbow without a little Rain. Facebook Instagram Twitter Youtube

0 Response to "আপনার প্রিয় Android ফোনটিকে এবার স্ক্যানার হিসেবে ব্যবহার করুন"

Post a Comment