Bangla Dictionary: একাধিক ফিচার নিয়ে এটাই সেরা


অ্যাপটি তৈরি করেছে সিহাব উদ্দিন নামের একজন ডেভেলপার। এটা প্রায় ৩০ এমবি(সময় ভেদে পরিবর্তন হতে পারে)। com.mobtop.android.bangla   এটা হলো অ্যাপ এর প্যাকেজ নাম।  অ্যাপটি এখান খেকে ডাউনলোড করুন।      




অ্যাপ ইনস্টলেশন ও ফিচার নিয়ে অলোচনা করা করা যাক 
  • অ্যাপটি ওপেন করলে আপনি ডাটাবেইজ ইন্সটলেশন প্রসেস দেখতে পারবেন। প্রায় ১৫০ এমবি এর ডাটাবেইজ ইন্সটল হবে। তাই ইন্সটল করার আগে ফোন মেমরিতে যথেষ্ট জায়গা আছে কি না তা চেক করে নেবেন। 
  • ডাটাবেইজ ইন্সটল হওয়ার পরে অ্যাপটি সম্পুর্ন রূপে ওপেন হবে। এবং একদম উপরে আপনি সার্চ, অনুবাদ, ভয়েস ইত্যাদি আইকন দেখতে পারবেন। 
  • সার্চ আইকনে ক্লিক করে কোন শব্দ সার্চ করে সেটার অর্থ জেনে নিতে পারেন। 
  • অনুবাদ অইকনে ক্লিক করে বিভিন্ন দেশের ভাষা থেকে অর্থ অনুবাদ করতে পরবেন।  
  • ভয়েস আইকনে ক্লিক করে বিভিন্ন শব্দ মুখে বলে ইনপুট দিতে পারবেন।  
  • এতে আছে ওসিআর যেটার সাহায্যে কোন শব্দের ওপরে ক্যামেরা ধরলেই সেটার অনুবাদ করতে পালবেন। 
  • উপরে ডান দিকে থ্রি ডট মেনু থেকে Categorized Word থেকে আপনি নির্দিষ্ট ভাবে ক্যাটেগরি অনুযায়ী ভোকাবুলারি শিখতে পারবেন। 
  • থ্রি ডট মেনু থেকে Grammar এ ক্লিক করে ইংরাজি গ্রামার শিখতে পারবেন। 
  • ১০০০ ইংরেজি কোউট (উক্তি) যেটা উপরে ডান দিকের থ্রি ডট মেনু থেকে 1000 Quotes এ ক্লি করেই পেয়ে যাবেন। 
  • এছারাও থ্রি ডট মেনু থেকে Word Quiz, Multiple Choice(MCQ Test), Word Game সহ আরো কিছু অপসন পাবেন,যেগুলো আপনার ইংরাজি অভিজ্ঞতা অনেকাংশেই বারিয়ে দেবে।  
  • এই ডিকশনারি অ্যাপে আরো পাচ্ছেন ইংরাজি শব্দের লাইভ ওয়ালপেপার ব্যবহার করার সুবিধা। 
  • শিখতে পারবেন Preposition, Idioms, Verb ইত্যাদি। 
  • এতে আস্তো একটা সাবটাইটেল ট্রান্সলেট করার সুবিধা পাচ্ছেন, আপনি যদি একজন মুভিখোর হয়ে থাকের এই টুলটির গুন ভালো করেই বুঝতে পারবেন। 
আমি এই সেটিংস টা রেকমেন্ড করব। 
এতে আপনার কিছুটা সুবিধা বাড়তে পারে। Customization >  Theme >  Adaptive Search থেকে Fixed Search করে দিন।  
অনেক লিখলাম, এবার আপনিও একটু ইন্সটল করে দেখুন।
আশা করি এই রিভিউটি আপনি অনেক ভালো করে উপভোগ করেছেন, এবং বুঝতে কোনো সমস্যা হয়নি। তো নিচের  কমেন্ট সেকশনে একটি কমেন্ট করে যাবেন। সাথেই থাকু। 

About Author

Author

Everyone wants Happiness, No one wants Pain, But you can't make a Rainbow without a little Rain. Facebook Instagram Twitter Youtube

0 Response to "Bangla Dictionary: একাধিক ফিচার নিয়ে এটাই সেরা "

Post a Comment